বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪ || ১৩ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১২:১০, ২১ নভেম্বর ২০২২

ফেসবুক প্রোফাইলে চারটি তথ্য জানানো যাবে না

ফেসবুক প্রোফাইলে চারটি তথ্য জানানো যাবে না

সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেসবুক’ ব্যবহারকারীদের জন্য নতুন তথ্য, ডিসেম্বরের ১ তারিখ থেকে ‘ইন্টারেস্টেড ইন’ ক্যাটেগরিতে চারটি বিষয় জানানো যাবে না।

এগুলো হচ্ছে, অ্যাড্রেসেস, ইন্টারেস্টেড ইন, রিলিজিয়াস ভিউজ  এবং পলিটিক্যাল ভিউজ। এই চার ঘরের তথ্যগুলো আর প্রোফাইলে দেখা যাবে না। ফেইসবুকের মূল কোম্পানি মেটার মুখপাত্র এমিল ভ্যাসকেজ প্রযুক্তিবিষয়ক সাইট গিজমোডোকে বলেছেন, ব্যবহারকারীদের কাজ সহজ করার লক্ষ্যে এ পরিবর্বতন আনা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব ব্যবহারকারী আগে এসব তথ্য শেয়ার করেছেন,তাদের নোটিফিকেশন পাঠানো হচ্ছে যেন এগুলো মুছে দেওয়া হয়। তবে, নিজ উদ্যোগে এসব তথ্য ফেইসবুকের অন্যান্য জায়গায় শেয়ার করার সক্ষমতা প্রভাবিত হবে না।

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, ফেইসবুকের আসন্ন এ পরিবর্তন চিহ্নিত করেছেন সামাজিক মাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা।

সূত্র: টাইমস অব ইণ্ডিয়া

 

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ