২০২৬ সালের হজের জন্য ৮ মাস আগেই প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব

আসন্ন হজ মৌসুমের আগেই বড় ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। ২০২৬ সালের হজযাত্রার জন্য আট মাস আগেই ৬০টির বেশি দেশের হজবিষয়ক কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় শুরু করেছে মন্ত্রণালয়।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, হজযাত্রীদের যাতায়াত সেবায় নতুন ‘সৌদি বাস উদ্যোগ’ চালু করতে এরই মধ্যে ৫০টির বেশি বৈঠক করেছে মন্ত্রণালয়। এ ছাড়া নুসুক মাসার প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশি হাজিদের জন্য ১৬টি প্রতিষ্ঠানকে অনুমোদন, ৭৫টি দেশের সেবা নির্দেশিকা স্বয়ংক্রিয়করণ এবং ১৮৯টি হসপিটালিটি সেন্টার চালুর কাজও সম্পন্ন হয়েছে।
বিদেশি হাজিদের সেবায় ২৪টি প্রতিষ্ঠানকে প্রস্তুত ঘোষণা ও দেশীয় হাজিদের জন্য ১১টির বেশি প্রতিষ্ঠানকে লাইসেন্স দিয়েছে মন্ত্রণালয়। হজ সেবা উন্নয়নে ২৫টি কর্মশালা আয়োজনের পাশাপাশি নতুন মৌসুমের জন্য ২৫টি উদ্ভাবনী উদ্যোগও অনুমোদন করা হয়েছে।
আগামী মৌসুমে স্বেচ্ছাসেবী নিবন্ধনের জন্য আলাদা তথ্যভান্ডার চালু করা হয়েছে, যাতে হজযাত্রীরা আরও সহজে ও উন্নত সেবা পান।
সূত্র: ঢাকা পোষ্ট