পুত্রসন্তান লাভে যে দোয়া করেছেন ইব্রাহিম (আ.)

সন্তান মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলার দেওয়া আমাদের জন্য অন্য রকম এক নেয়ামত। পুত্র হোক বা কন্যা; তবে সন্তান তো সন্তানই। তারপরও আমরা যেকোনো একজনই আশা করি। আর আল্লাহর কাছে একজনকেই চাই। সেক্ষেত্রে যারা পুত্র সন্তান নিতে চান তাদের জন্য দোয়া হলো হজরত ইব্রাহিম (আ.) এর একটি দোয়া।
বৃদ্ধ বয়সে হজরত ইব্রাহিম (আ.) আল্লাহ তায়ালার নিকট দোয়া করলেন সৎ পুত্র সন্তানের জন্য। আল্লাহ তায়ালা তার দোয়া কবুল করলেন। তাকে নেক পুত্র সন্তান দান করলেন। যা বিস্তারিত এসেছে সুরা সফফাতে।
আল্লাহ তাআলা উম্মতে মুসলিমার জন্য হজরত ইব্রাহিম (আ.) এর পুত্রসন্তান লাভের আবেদনটি তুলে ধরেছেন। যাতে বান্দা এ দোয়ার মাধ্যমে তার নিকট সন্তান কামনা করতে পারে। দোয়াটি তুলে ধরা হলো-
আরবি উচ্চারণ: رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
উচ্চারণ: ‘রাব্বি হাবলি মিনাস সালিহিন’। (সূরা: সাফফাত, আয়াত: ১০০)
অর্থ: ‘হে আমার পরওয়ারদেগার! সৎকর্মশীলদের মধ্য থেকে আমাকে (একটি পুত্র সন্তান) দান করুন’।
সৃষ্টির কাছে কোনো কিছু কামনা নয়। বরং আল্লাহ তাআলা নিকট চাওয়াই হলো ইবাদাত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সব চাওয়া-পাওয়া তার মহান দরবারে প্রার্থনা করার তাওফিক দান করুন। আমিন।
সূত্র: ডেইলি-বাংলাদেশ