মোবাইলে দৈনিক ৪১৭৫ কোটি টাকা লেনদেন
দেশে মোবাইলে আর্থিক লেনদেনের পরিমাণবেড়েই চলেছে। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে মোবাইল ব্যাংকিং সেবায় ১ লাখ ২৯ হাজার ৪৪৫ কোটি টাকা লেনদেন হয়েছে। এই অংক দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড লেনদেন।
বুধবার বাংলাদেশ ব্যাংক মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে।
পরিসংখ্যানে দেখা গেছে, বিকাশ, রকেট, নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবায় এ বছরের জানুয়ারিতে ১ লাখ ২৯ হাজার ৪৪৫ কোটি টাকা লেনদেন হয়েছে। এই অংক এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড লেনদেন। এর আগে একক মাসে সবচেয়ে বেশি লেনদেন হয়েছিল গত বছরের জুনে ১ লাখ ৩২ হাজার ১৭৫ কোটি টাকা।
পাশাপাশি দিনদিন বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে গ্রাহক সংখ্যা। ২০২৪ সালের জুনের শেষে মোবাইল ব্যাংকিংয়ে নিবন্ধিত গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ২১ কোটি ৯১ লাখ ৭৩ হাজার জন। নিবন্ধিত এসব হিসাবের মধ্যে পুরুষ গ্রাহক ১২ কোটি ৭১ লাখ ৮১ হাজার ও নারী ৯ কোটি ১৩ লাখ ৭৯ হাজার। এ সময়ে মোবাইল ব্যাংকিং এজেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৩৯ হাজার ৩২১টি।
সূত্র: ডেইলি বাংলাদেশ