রোববার   ১৯ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ১১:২২, ১৯ এপ্রিল ২০২৪

গোবিন্দগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

গোবিন্দগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বেলাল হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ তানভিক রহমান প্রমুখ । 

শেষে প্রধান অতিথি উপজেলা চত্বরে স্থাপিত বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং  সফল পশুপালক ও খামারীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন। প্রদর্শনীতে মোট ৫০টি স্টল অংশ নেয়।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ