শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১১:২৪, ১৮ এপ্রিল ২০২৪

সুন্দরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

সুন্দরগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে চলতি বছরের খরিপ মৌসুমের প্রণোদনার তোষাপাট, আউশ ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে বুধবার উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুম চত্বরে সার ও বীজ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা কৃষি অফিসার মো. রাশিদুল কবির, এসএপিপিও মো. সাদেক হোসেন প্রমূখ। পরে কৃষকদের মাঝে সার বীজ বিতরণ করেন অতিথিবৃন্দ। জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২ হাজার কৃষষকের মাঝে আউশ ধান ও সার এবং ৩ হাজার ৮০০ কৃষকের মাঝে তোষাপাট বীজ বিতরণ করা হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ