শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ০৬:১৭, ২৭ মার্চ ২০২৪

গাইবান্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

গাইবান্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
সংগৃহীত

গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সূর্যোদ্বয়ের সাথে সাথে শহরের পৌরপার্কের বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শুরু হয়।

শুরুতেই বীর শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবীর, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, পুলিশ সুপার কামাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকসহ জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক-স্বেচ্ছসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে শাহু আব্দুল হামিদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও জেলার বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ