শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ০৪:৩৮, ২৪ মার্চ ২০২৪

প্রধানমন্ত্রী আজ দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন- রিপন এমপি

প্রধানমন্ত্রী আজ দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন- রিপন এমপি
সংগৃহীত

জাতীয় সংসদের গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন, দোয়া করেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য, যিনি আজ বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

আমরা কোনদিন কল্পনা করেছি, সমাজের তৃণমূলের বিভিন্ন সমস্যা খুঁজে খুঁজে প্রধানমন্ত্রী কারণে, আজকের এই চেক দিতে পারছি। আঞ্চলিক হাইওয়ে এই রাস্তা বাস্তবায়ন হলে বগুড়া থেকে মোকামতলা হয়ে কুড়িগ্রাম জেলার মানুষ এ রাস্তা দিয়ে যাবেন। একদিন দেখবেন কুড়িগ্রাম জেলার মানুষ তিস্তা সেতু দিয়ে গাইবান্ধা, বোনাপাড়া, বগুড়া হয়ে ঢাকায় যাতায়াত করবেন।

সাঘাটা উপজেলা অডিটোরিয়াম হলরুমে গতকাল জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে এককালীন আর্থিক অনুদান হিসেবে ১৯৮ জন অসচ্ছল রোগীকে সাঘাটা উপজেলা সমাজসেবা অধিদপ্তর উদ্যোগে প্রত্যেককে ১০ হাজার করে ১৯ লক্ষ ৮০ হাজার টাকার চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সমাজসেবা অধিদপ্তর উপ-পরিচালক ফজলুল হক, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী, সাঘাটা উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান সহ আরো অনেকে। ওই দিন দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় এক কোটি টাকা ব্যয়ে উল্লা সোনাতলা ও কচুয়ায় ৯২০ মিটার দুটি সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তুত স্থাপন করেন সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।

এ সময়, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাঘাটা উপজেলা প্রকৌশল নয়ন কুমার, কচুয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সহ আওয়ামী লীগ ও সহযোগি অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ