গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মেঘাচ্ছন্ন আকাশ

গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে গভীর রাত পর্যন্ত কুয়াশার মত বৃষ্টি ঝড়তে থাকে। এতে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়েছে জেলার পরিবেশ। তাপমাত্রাও অনেকটা কমে এসেছে।
এমন বৈরী আবহাওয়ার কারণে গাইবান্ধায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। জীবিকার তাগিদে সকালে বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন তারা। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন দিনমজুর শ্রমিকেরা। আজ রোববার বেলা ১২ টা পর্যন্ত সূর্যের দেখা মেলে নাই ।
শাহিন বলেন, গত কয়েকদিন যাবৎ মেঘাচ্ছন্ন আকাশ। গত দুইদিন সুর্যের দেখা মেলেনি। ঠান্ডার মধ্যে অনেক কষ্ট করে ধানের চারা রোপণ করতে হচ্ছে।
রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোঃ মোস্তাফিজুর রহমান জানান, তাপমাত্রা আরও দুই-একদিন এমন থাকবে। এরপর একটু উন্নতির সম্ভাবনা রয়েছে।