রোববার   ১০ নভেম্বর ২০২৪ || ২৫ কার্তিক ১৪৩১

প্রকাশিত : ১১:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

গোবিন্দগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ ১৪ জন গ্রেফতার

গোবিন্দগঞ্জে সাজাপ্রাপ্ত আসামিসহ ১৪ জন গ্রেফতার
সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৩ জন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ১৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘন্টায় সাড়াশি অভিযানে বিভিন্ন স্থানে এসব আসামি গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাতে গোবিন্দগঞ্জ থানা থেকে এ তথ্য জানানো হয়েছে। 

গ্রেফতার আসামিরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার বোচাদহ গ্রামের আছর আলীর ছেলে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এনামুল হক, মথুরা গ্রামের গোলজার হোসেনের ছেলে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আজাহার আলী ও প্রভুরামপুর নওগাঁ গ্রামের মমতাজ হোসেনের ছেলে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি এনামুল হোসেন।

এছাড়া গ্রেফতারি পরোয়ানাসহ আরও ১১ আসামিকে গ্রেফতার করা হয়।

 এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, গ্রেফতারকৃত আসামিদের আজ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ