সুন্দরগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার
গাইবান্ধার সুন্দরগঞ্জে ১০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নুরনবী সরদারের ছেলে রুবেল মিয়া (২৪), দক্ষিণ বামনজল গ্রামের বাবলু মিয়ার ছেলে সাজ্জাদুর ইসলাম (২২) ও সুন্দরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আব্দুর রশিদের কামরুজ্জামান (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে সুন্দরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাহিরগোলা মসজিদ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় গ্রেফতারকৃত রুবেল মিয়ার বাড়ি থেকে ১০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, ১০ গ্রাম হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।