শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ১২:০৪, ১১ ডিসেম্বর ২০২৩

আপডেট: ১২:১৭, ১১ ডিসেম্বর ২০২৩

গাইবান্ধায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গাইবান্ধায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সংগৃহীত

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ভিত্তিক সংগঠন গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার জেলা সদর হাসপাতাল চত্বরে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সর্বোচ্চ স্বেচ্ছায় রক্তাদাতাদের সম্মাননা ও কেক কাটা।

সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা সদর হাসপাতাল চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল চত্বরে সিভিল সার্জন ও গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের সভাপতি ডাঃ মোঃ আব্দুলাহেল মাফির সভাপতিত্বে ও গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম নিশাদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ এবিএম আবু হানিফ।

সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, রংপুর বিভাগের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, জেলা হাসপাতালের তত্ত্বাধায়ক ডাঃ মোঃ মাহবুব হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি ডাঃ মেঃ মতিয়ার রহমান, সাদুল্যাপুর উপজেলা মেডিকেল অফিসার ডাঃ শাহিনুল ইসলাম মন্ডল, সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি হিমালয় দাস প্রমুখ। স্বেচ্ছায় ১০ ব্যাগের অধিক রক্তদানের জন্য ৯ জন রক্তদাতাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ