শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ১৭:৪৭, ২৮ নভেম্বর ২০২৩

সাদুল্লাপুরে ধান বীজ পেল ১৪০ কৃষক

সাদুল্লাপুরে ধান বীজ পেল ১৪০ কৃষক
সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১৪০ জন প্রান্তিক কৃষকের মাঝে বোরো ধানবীজ বিতরণ করা হয়েছে। টিএমএসএস নামের একটি বেসরকারি সংস্থা এ আয়োজন করে। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১০ টার দিকে সাদুল্লাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি।

বিশেষ কৃষি সিএসআর কার্যক্রমের আওতায় এবং সিটি ব্যাংকের সহায়তায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়াম্যানর সাহারিয়া খাঁন বিপ্লব।  টিএমএসএস সাদুল্লাপুর শাখা ম্যানেজার অহিদুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বনগ্রাম ইউপি চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, টিএমএসএস জোন প্রধান দেলোয়ার হোসেন, এরিয়া ম্যানেজার মো. গোকুল বিশ্বাস, রংপুর বিভাগীয় ব্যবস্থাপক এনামুল হক, এইচআরএম অফিসার জান্নাতুল ফেরদৌস, বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজার রহমান ফারুক, সাদুল্লাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।

এ অনুষ্ঠানে সুবিধাভোগি কৃষকদের প্রত্যেককে ১০ কেজি করে ব্রি ধান-২৯ জাতের বীজ প্রদান করা হয়েছে। 

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ