গাইবান্ধা জেলা পুলিশের সচেতনতা মূলক সভা

গাইবান্ধা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন মহোদয়ের নির্দেশনায় বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের আয়োজনে গাইবান্ধা জেলার পুলিশ লাইন্স স্কুলে ছাত্র-ছাত্রীদের মাঝে বাল্য বিবাহ, নিরাপদ ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার, গুজব, ইভটিজিং, নারী নির্যাতন, অপহরণ, মাদক সেবন প্রতিরোধে সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়। এসময় উপস্থিত ছিলেন জনাব হেলাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) এবং পুলিশ লাইন্স স্কুলের শিক্ষকমন্ডলী।