শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ১৭:১৫, ১৯ নভেম্বর ২০২৩

গাইবান্ধায় কৃষি উপকরণ হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় কৃষি উপকরণ হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত
সংগৃহীত

বাঁচলে কৃষক, বাঁচবে দেশ-উন্নয়নের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ৫০০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ হস্তান্তর করা হয়েছে। ঢাকা ব্যাংক লিমিটেডের আর্থিক সহায়তায় পেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেডের সহযোগিতায় রোববার তারাপুর ইউনিয়নের জোরা চাতালে কৃষি উপকরণ হস্তান্তর উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রাশিদুল কবির, ঢাকা ব্যাংক লিমিটেড রংপুর শাখার ম্যানেজার অপারেশন শহিদুল ইসলাম, প্রেট্রোকেম (বাংলাদেশ) লিমিটেড বগুড়া রিজিয়নের আরএম আনিচুর রহমান, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবুল মান্নান আকন্দ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ, পেট্রোকেমের উপজেলা পরিবেশক শ্যামল কুমার সাহা, ইউপি সদস্যের প্রতিনিধি শফিকুল ইসলাম প্রমুখ। 

পরে কৃষকদের মাঝে কৃষি উপকরণ হস্তান্তর করেন অতিথিবৃন্দ। জানা গেছে, উপকরণ হিসাবে ধান বীজ, ৮ প্রকার সার, ৩ প্রকার কীটনাশক প্রদান করা হয়। যার দাম ৫ হাজার টাকা। 

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ