সাঘাটায় টিএমএসএসের গম বীজ ও সার বিতরণ

সাঘাটা উপজেলার (সাঘাটা ও হলদিয়া)ইউনিয়নের এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ফ্লাড (ইসিসিসিপি-ফ্লাড) প্রকল্পের ৫ শত ২২ টি উপকারভোগী পরিবারের কৃষকের মাঝে টিএমএসএসের সহযোগিতায় বিনামূল্যে গম বীজ সহ বিভিন্ন ধরনের সার বিতরণ করা হয়েছে।
গত ৭ নভেম্বর সাঘাটা টিএমএসএস এর অফিস চত্ত্বর হতে ১২ নভেম্বর ৫ দিনব্যাপী বিনামূল্যে গম বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন সাঘাটা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) ইসিসিসিপি ফ্লাড প্রকল্প সমন্বয়কারী শফিউল আলম মন্ডল।
এ সময় টিএমএসএস এর সাঘাটা ব্রাঞ্চ ম্যানেজার তরণীকান্ত রায়, সাঘাটা ইউনিয়ন এর মেম্বার গোলাম হোসেন, মনির হোসেন, সাঘাটা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আবু তাহের, জাকিরুল ইসলাম জাকির, মশিউর রহমান উপস্থিত ছিলেন।