শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ১১:৪৪, ৩ অক্টোবর ২০২৩

গাইবান্ধায় সুশীল প্রকল্পের গবেষণার ফলাফল কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধায় সুশীল প্রকল্পের গবেষণার ফলাফল কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধায় “Sushil: সাপোর্টিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসও’স) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি এন্ড রুলস্ অব ল ইন বাংলাদেশ” প্রকল্পের জেলা পর্যায়ে গবেষণার ফলাফল অবহিতকরণ কর্মশালা হয়েছে। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে সদর উপজেলার নশরৎপুরে গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুব উন্নয়ন কার্যালয়ের উপ-পরিচালক মো. মাহফুজার রহমান, বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবু সাঈদ, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে এম রেজাউল হক। এসকেএস ফাউণ্ডেশনের পাবলিক রিলেশন ও নেটওয়ার্কিংয়ের সমন্বয়কারী আশরাফুল আলমের সভাপতিত্বে কর্মশালায় গবেষণা ফলাফল উপস্থাপন করেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পিস এন্ড জাস্টিসের রিসার্চ ডিরেক্টর এম সানজীব হোসেন। 

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য দেন একশনএইড বাংলাদেশের উইমেন রাইটস এ্যান্ড জেন্ডার ইকুইটির সিনিয়র প্রোগ্রাম অফিসার এ.জে.এম মৌসুম ইসলাম। কর্মশালাটি সঞ্চালনা করেন এসকেএস ফাউণ্ডেশনের বিডি রুবাল ওয়াস ফর এইচসিডির ফোকাল পার্সন ও প্রকল্প সমন্বয়কারী এস.কে মামুন। এছাড়াও কর্মশালায় এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শেষে অতিথিরা জেলা পর্যায়ে গবেষণার ফলাফল সম্বলিত বইয়ের মোড়ক উন্মোচন করেন।উল্লেখ্য, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে একশনএইড বাংলাদেশ, ইউরোপীয়ান কমিশনের সহ-অর্থায়নে “ঝটঝঐওখ: সাপোর্টিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনাবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসও’স) টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি এন্ড রুলস্ অব ল ইন বাংলাদেশ” শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে) ও ব্রাক ইউনিভার্সিটি নলেজ পার্টনার হিসেবে এই প্রকল্পটি বাস্তবায়নে একশনএইড বাংলাদেশকে সহায়তা করছে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ