দৈনিক গাইবান্ধা
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

গোবিন্দগঞ্জে মাদকসহ গ্রেফতার

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাড়ে ৯ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব। এসময় শফিকুল ইসলাম (৫২) নামের মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ ঘটনার সাথে জড়িত সন্তোষ চন্দ্র বর্মণ (৪৫) নামের আরও একজন পালিয়ে গেছে।  

বুধবার বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শফিকুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার ক্রোগাছা গ্রামের সালেক উদ্দিনের ছেলে। 

মঙ্গলবার রাতে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এতে মাদক কেনা-বেচার সময় সাড়ে ৯ কেজি গাঁজা জব্দ করাসহ শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। এরই মধ্যে সন্তোষ চন্দ্র বর্মণ নামের আরেক মাদক কারবারি পালিয়েছে। 

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার  করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। সেই সাথে ধৃত এবং পলাতকদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা