দৈনিক গাইবান্ধা
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

সুন্দরগঞ্জে শ্রমিক সংগঠনের সাথে আওয়ামী লীগ নেতার মতবিনিময়

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৩  

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী। বুধবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক লীগের সভাপতি গনেশ চন্দ্র শীলের সভাপতিত্বে মতবিনিময় সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী।

উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক হাইদুল ইসলামের সঞ্চলনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক উদয় নারায়ন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান মিঞা, যুবনেতা শহিদুল ইসলাম রানা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোকতাদুল ইসলাম, উপজেলা ট্রাক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি নুর-ইসলাম, উপজেলা ট্রাক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী, ব্যাটারী চালিত অটো শ্রমিক সভাপতি রিপন মিয়া, উপজেলা রিস্কা শ্রমিক সভাপতি নুরনবি মিয়া প্রমূখ।

মতবিনিময় সভায় মিসেস আফরুজা বারী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ,শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। শেখ হাসিনার সরকারে থাকায় আজকে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা