দৈনিক গাইবান্ধা
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

সাদুল্লাপুরে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ সভায় স্মৃতি এমপি

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৩  

সাদুল্লাপুরে বৃহস্পতিবার পাটবীজ উৎপাদনকারী চাষীদের  দিনব্যাপী এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উন্নত প্রক্তুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসন এবং পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে ৭৫ জন চাষী অংশ নেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-গাইবান্ধা) আসনের সংসদ সদস্য ও কৃষকলীগের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল জলিল সরকার, উপজেলা পাট অধিদপ্তরের উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকার প্রমুখ। প্রশিক্ষণ প্রদান করেন রংপুর পাট অধিদপ্তরের সহকারী পরিচালক সোলায়মান আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাহবুব আলম বসুনিয়া, মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ ওসমান আলী শেখ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম।

এতে উন্নত পাটবীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ বিষয়ে কৃষকদের ধারণা দেওয়া হয়।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা