• রোববার ২৮ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

গোবিন্দগঞ্জে শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর উপহারের ট্যাবলেট বিতরণ

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৩  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে নবম ও দশম শ্রেণিতে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এসব বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে সোমবার সকালে এ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসার পরিতোষ শর্মা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম পারভেজ, বর্ধনকুঠি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোকাররম হোসেন রানাসহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা