• রোববার ২৮ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৪ ১৪৩০

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৪

গোবিন্দগঞ্জে মাংস’র মূল্য নির্ধারণ করে দিল পৌর কর্তৃপক্ষ

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার হাট-বাজারে রমজান উপলক্ষে বিভিন্ন মাংসের মূল্য নির্ধারণ করে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে পৌরভবনে রমজানে মাংসের মূল্য নির্ধারণে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

পৌর হাট-বাজারের মাংস বিক্রেতাদের একদল প্রতিনিধিদের এক বৈঠকে উপস্থিত ছিলেন পৌর মেয়র মুকিতুর রহমান রাফি। তিনি রমজানে মাংসের মূল্য সহনশীল ও নির্দিষ্ট করে মূল্য তালিকা প্রকাশ করেন। যেখানে ব্রয়লার ২৫০, সোনালী ৩৫০, লেয়ার-৩৪০, দেশি মুরগি ৬২০, খাসি ৮০০, ভেঁড়া-বকরি ৭০০ ও গরু ৬৬০ টাকা নির্ধারণ করা হয়।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা