শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ০৫:১৯, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

সুন্দরগঞ্জে শেখ মনি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে শেখ মনি ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

“আমরা আলোর পথের যাত্রী আমরা সোনার মানুষ হবো” এই স্লোগানকে সামনে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় শিশু কিশোর সংগঠন বামনডাঙ্গা শাঁপলা কুড়ির আসর কর্তৃক আয়োজিত শেখ মনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি ) উপজেলার বামনডাঙ্গা আব্দুল হক ডিগ্রী কলেজ মাঠে বিকেল ৩টায় এ ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। শাঁপলা কুড়ির আসরের সভাপতি মোঃ হাবিবুর রহমান হবি’র সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ।

এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সদস্য শহীদ মঞ্জুরুল ইসলাম লিটনের সহধর্মিনী ও সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ মোঃ শফিকুজ্জামান সরকার,বিশিষ্ট‍্য ক্রীড়া সংগঠক নুর মোহাম্মদ (ওস্তাদ), গাইবান্ধা জেলা শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক খাদ‍্য কর্মকর্তা মোঃ মতিন মিয়া,বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমেস উদ্দিন বাবু,মনিনুল ইসলাম মমিন প্রমুখ।

এসময় শাঁপলা কুড়ির আসর কর্তৃক বিশিষ্ট‍্য ক্রীড়া সংগঠক নুর মোহাম্মদ (ওস্তাদ)কে আজীবন সম্মাননা স্মারক প্রদান করা। উক্ত ফাইনাল খেলায় প্রতিযোগিতা করে বামনডাঙ্গা রেলওয়ে স্পোর্টিং ক্লাব বনাম সর্বানন্দ ফুটবল একাদশ। এতে রেলওয়ে স্পোর্টিং ক্লাব ১-০ গোলে সর্বানন্দ ফুটবল একাদশকে পরাজিত করে।

শেষে বিজয়ী ও রানার্স আপ দলকে ট্রফি প্রদান করেন অতিথিগন। উল্লেখ গত ২৫ জানুয়ারি মোট দলের সমন্বয়ে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ