শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ১৩:৩২, ২৭ নভেম্বর ২০২৩

কৃষকের ছেলে কামরুল, এইচএসসি পরীক্ষায় উপজেলায় একমাত্র জিপিএ-৫

কৃষকের ছেলে কামরুল, এইচএসসি পরীক্ষায় উপজেলায় একমাত্র জিপিএ-৫
সংগৃহীত

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জিপিএ-৫ পেয়েছেন কামরুল হাসান নামে এক শিক্ষার্থী। রোববার (২৬ নভেম্বর) ফলাফল ঘোষণার পর এ তথ্য নিশ্চিত করা হয়। 

সৌভাগ্যবান শিক্ষার্থী মো. কামরুল হাসানের বাড়ি তাইন্দং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকায়।  তার বাবা হাবিল মিয়া একই এলাকার কৃষক। পাঁচ বোনের মধ্যে কামরুল তাদের একমাত্র ভাই। দারিদ্রতাকে জয় করে পুরো উপজেলার মুখ উজ্জ্বল করেছেন কামরুল। 

কামরুল হাসান ২০১৪ সালে ৪র্থ শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টফুলে এবং ২০১৫ সালে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় ট্যালেন্টফুলে বৃত্তি পায়। একই সঙ্গে ২০২১ সালে তাইন্দং উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হন কামরুল। 

কামরুল ইসলাম বলেন, পরিবারের অনুপ্রেরণায় আমি ভালো ফল করতে পেরেছি। বর্তমানে ভালো বিশ্ববিদ্যালয়ে সুযোগ লাভের আশায় কোচিং করছি। ইংরেজিতে অনার্স করার আশা আছে জানিয়ে কামরুল ইসলাম বলেন, বড় হয়ে ভালো কিছু করে দেশ ও পরিবারের মুখ উজ্জ্বল করব। 

সূত্র: ডেইলি-বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ