রোববার   ২৮ সেপ্টেম্বর ২০২৫ || ১২ আশ্বিন ১৪৩২

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১৮:৪৮, ২৭ সেপ্টেম্বর ২০২৫

মিয়ানমারের পাসপোর্টধারীদের ভিসা ফ্রি প্রবেশ সুবিধা চালু করল মালয়েশিয়া

মিয়ানমারের পাসপোর্টধারীদের ভিসা ফ্রি প্রবেশ সুবিধা চালু করল মালয়েশিয়া
সংগৃহীত

মিয়ানমারের পাসপোর্টধারীদের ১৪ দিনের জন্য ভিসা ফ্রি প্রবেশ সুবিধা চালুর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। ইয়াঙ্গুনে নিযুক্ত মালয়েশিয়ার দূতাবাস এই ঘোষণা দিয়েছে বলে শনিবার মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম মিজিমার খবরে জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ইয়াঙ্গুনে অবস্থিত মালয়েশিয়ার দূতাবাস মিয়ানমারের পাসপোর্টধারীরা সর্বোচ্চ ১৪ দিনের জন্য ভিসা ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন বলে ঘোষণা দিয়েছে।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে মালয়েশিয়ার দূতাবাস বলেছে, মিয়ানমারের নাগরিকদের ভ্রমণ সহজ করাই মালয়েশিয়ার নতুন এই নীতিমালার লক্ষ্য। তবে এতে জোর দিয়ে বলা হয়েছে, মালয়েশিয়ায় প্রবেশের চূড়ান্ত সিদ্ধান্ত অভিবাসন কর্মকর্তাদের বিবেচনার ওপর নির্ভর করবে। অর্থাৎ, ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি পাওয়া যাবে—এই ধরনের কোনও নিশ্চয়তা নেই।

বিষয়টি স্পষ্ট করে দূতাবাস বলেছে, এই কর্মসূচি কেবল পর্যটকদের ভ্রমণের উদ্দেশ্যে নেওয়া হয়েছে; যাদের অবৈধভাবে মালয়েশিয়ায় থেকে যাওয়ার অভিপ্রায় নেই।িমালয়েশিয়ার উদ্দেশে যাত্রার আগে মিয়ানমারের ভ্রমণকারীদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে বলে জানিয়েছে দূতাবাস।

এছাড়া, ভ্রমণকারীদের অতিরিক্ত পাসপোর্ট সাইজের ছবি, হোটেল বুকিং কিংবা আবাসনের ঠিকানার প্রিন্ট কপি, বিমানের ফিরতি টিকিট এবং অন্তত ১ হাজার মার্কিন ডলার ‘শো মানি’ সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে অভিবাসন কর্তৃপক্ষ এসব নথি ও অর্থ ভ্রমণকারীর কাছে আছে কি না, তা যাচাই করে দেখবে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম