বুধবার   ১১ সেপ্টেম্বর ২০২৪ || ২৬ ভাদ্র ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১৫:৪৭, ২ আগস্ট ২০২৪

সমুদ্রতলে ১৭৫ বছরের পুরোনো শ্যাম্পেন ভান্ডার

সমুদ্রতলে ১৭৫ বছরের পুরোনো শ্যাম্পেন ভান্ডার
সংগৃহীত

১৭৫ বছরের পুরোনো শতাধিক শ্যাম্পেনের বোতল খুঁজে পেয়েছেন পোলিশ ডুবুরিদের একটি দল। ডাইভিং করতে করতে সমুদ্রতলে তারা এগুলোর হদিস পান। এনডিটিভি। 

বাল্টিক সাগরে অবস্থিত ওল্যান্ড দ্বীপের দক্ষিণ থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে গত ১১ জুলাই ডুব দিয়েছিলেন দুই ডুবুরি। প্রায় ২ ঘণ্টা ধরে সেখানে অনুসন্ধান চালাচ্ছিলেন তারা। 

সেখানেই তাদের নজরে পড়ে একটি ডুবন্ত জাহাজ। একটি ডাইভিং গ্রুপের সদস্য ছিলেন এই দু’জন। বিষয়টি নজরে পড়ার পর নিজেদের গ্রুপকে বিষয়টি জানায় তারা। এরপর সেখানে হাজির হয় ৪০ জন ডুবুরির একটি দল। ওই দলের প্রধান টমস স্টাচুরা বলেন, সমুদ্রের প্রায় ১৯০ ফুট গভীরে ওই জাহাজে সন্ধান চালিয়ে পাওয়া গেছে সেল্টার নামের এক জার্মান ব্র্যান্ডের মিনারেল ওয়াটারের বোতল ও প্রচুর পরিমাণ শ্যাম্পেন।

গবেষকদের অনুমান, শ্যাম্পেনের বোতলগুলি ১৮৫০ থেকে ১৮৬৭ সালের মধ্যে তৈরি  হয়। জাহাজে যা মালপত্র রয়েছে তা উদ্ধারে এক বছর লেগে যেতে পারে।

সূত্র: যুগান্তর

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ