মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ || ১৬ বৈশাখ ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ১২:৩৫, ১০ এপ্রিল ২০২৪

স্ত্রীকে গালি দিয়ে জরিমানা গুনলেন যুবক!

স্ত্রীকে গালি দিয়ে জরিমানা গুনলেন যুবক!
সংগৃহীত

প্রতিবন্ধী স্ত্রীকে আবর্জনা বলে গালি দেয়ার অভিযোগ দেয়ায় চীনে এক যুবকের ৪২০০ মার্কিন ডলার জরিমানা হয়েছে। জরিমানার অর্থ যাবে স্ত্রীর কাছে।

দক্ষিণ-পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের ওই ব্যক্তির নাম ঝাও। ২০০৭ সালে ছিয়ান নামের এক নারীকে বিয়ে করেন তিনি। তাদের দুই পুত্রসন্তান রয়েছে। ২০১৫ সাল পর্যন্ত সুখেই সংসার করছিলেন তারা। ওই বছর এক দুর্ঘটনায় শারীরিকভাবে পঙ্গু হয়ে পড়েন ছিয়ান, হুইলচেয়ার ছাড়া চলাচলে অক্ষম হয়ে পড়েন। এরপর থেকেই স্ত্রীর প্রতি ঝাওয়ের আচরণ পাল্টে যায়।

দুর্ঘটনায় কাজকর্ম করার ক্ষমতা হারান ছিয়ান। তখন থেকেই ছিয়ানকে অবজ্ঞা করতে শুরু করেন ঝাও। তাকে যখন তখন গালাগালিও করতে থাকেন। এক পর্যায়ে বিবাহবিচ্ছেদের আবেদন করেন ঝাও। তখনই নিজের অধিকার আদায়ের জন্য অভিযোগ করেন ছিয়ান।

আদালতের শুনানিতে জানা যায়, স্ত্রীর প্রতি যত্ন ছিল না ঝাওয়ের। শারীরিক প্রতিবন্ধী অবস্থায় ছিয়ানকে সাহায্য দূরের কথা, উল্টো অবজ্ঞা করতেন তিনি। একাধিক শুনানির পর আদালত রায় দেয়, ছিয়ানের ক্ষতি করেছেন ঝাও। তার আচরণ মানসিক অত্যাচারের শামিল। ছিয়ানকে ৩০,০০০ ইউয়ান (৪,২০০ মার্কিন ডলার) জরিমানা দেবেন ঝাও।

এছাড়া বিচ্ছেদের পর দু’জনের মিলিত সম্পদ থেকে মাত্র ৪০ শতাংশ পাবেন ঝাও। এ ঘটনা চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকের মাঝেই ক্ষোভ দেখা যায় ঝাওয়ের প্রতি। এমনকি তাকে আরও কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল বলে মনে করেন অনেকে।

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ

শিরোনাম

দেশজুড়ে আরো ৩ দিন হিট অ্যালার্ট জারিন্যাপ এক্সপো-২০২৪ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীবদলে গেল গাইবান্ধার ৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামইন্টার্ন চিকিৎসকদের ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপনদেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর১৪ কিলোমিটার আলপনা বিশ্বরেকর্ডের আশায়তাপপ্রবাহ বাড়বে, পহেলা বৈশাখে তাপমাত্রা উঠতে পারে ৪০ ডিগ্রিতে‘ডিজিটাল ডিটক্স’ কী? কীভাবে করবেন?বান্দরবানে পর্যটক ভ্রমণে দেয়া নির্দেশনা চারটি স্থগিতআয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দনজুমার দিনে যেসব কাজ ভুলেও করতে নেইগোবিন্দগঞ্জে কাজী রাশিদা শিশু পার্কের উদ্বোধন