শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ১৬:৩০, ৭ ডিসেম্বর ২০২৩

ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় রমজান মাসের ইফতার

ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় রমজান মাসের ইফতার
সংগৃহীত

রমজান মাসের ইফতারকে অনন্য বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। গতকাল (৬ ডিসেম্বর) স্থানীয় সময় বুধবার নিজেদের ওয়েবসাইটে এই স্বীকৃতির কথা ঘোষণা করেছে ইউনেস্কো। ইফতারকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতির জন্য যৌথভাবে আবেদন করেছিল ইরান, তুরস্ক, আজারবাইজান ও উজবেকিস্তান।

ইসলাম ধর্মালম্বীদের জন্য সবচেয়ে পবিত্রতম মাস রমজান। এই মাসে দিনের আলোতে পানাহার থেকে বিরত থাকেন ‍মুসলমানরা। প্রতিবছর রমজান মাসে বিশ্বব্যাপী ইসলাম ধর্মাবলম্বীরা এই আচারের মাধ্যমে দৈনিক সিয়াম সাধনার ইতি টানেন।

ইউনেস্কো বলেছে, রমজান মাসে সব ধরনের ধর্মীয় বিধান মানার পর সূর্যাস্তের সময় মুসলমানদের অবশ্য পালনীয় রীতি এই ইফতার। ইফতারের ঐতিহ্যবাহী খাবার প্রস্তুতের দায়িত্ব সাধারণত দেওয়া হয় পরিবারের শিশু-কিশোরদের। ইউনেস্কো মনে করে, এই ধর্মীয় রীতি পরিবার ও সমাজের বন্ধনকে দৃঢ় করে এবং দান, সৌহার্দ্যের মতো বিষয়গুলোকে সামনে নিয়ে আসে।

সূত্র: চ্যানেল আই অনলাইন

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ