শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ১২:০৫, ৩ অক্টোবর ২০২৩

নেপালে ২৫ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্প

নেপালে ২৫ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্প

নেপালে মাত্র ২৫ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে দেশটির পশ্চিমাঞ্চলের বাজহাং জেলায় এ দুটি ভূমিকম্প আঘাত হানে। এসব ভূমিকম্প নেপালের রাজধানী কাঠমান্ডুর পাশাপাশি ভারতের রাজধানী নয়াদিল্লিতেও অনুভূত হয়েছে।

নেপালি জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, প্রথম ভূমিকম্প আজ দুপুর ২টা ৪০ মিনিটে আঘাত হানে। এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৩। প্রথম ভূমিকম্পের পর ২৫ মিনিট পর বিকেল ৩টা ৬ মিনিটে আরেকটি ভূমিকম্প অনুভূত হয়। দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৬ দশমিক ৩ রেকর্ড করা হয়েছে।

এদিকে, ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির বরাতে এনডিটিভি জানিয়েছে, ভারতের অরুণাচল প্রদেশে বিকেল সাড়ে ৩টার দিকে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প এবং উত্তরাখণ্ডে ৩ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। তবে এসব ভূমিকম্পের ঘটনায় এখনো কোনও হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ