গান গাওয়ার সময় চেয়ার থেকে পড়ে গেলেন ম্যাডোনা
তারকাদের সঙ্গে মাঝে মধ্যেই অনাকাঙ্ক্ষিত ঘটনা যায়। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন সেলিব্রিটিরা। এবার গান গাইতে গিয়ে বিপত্তিতে পড়েন আমেরিকার জনপ্রিয় পপ গায়িকা ম্যাডোনা।
সম্প্রতি আমেরিকার সিয়াটেলে একটি কনসার্টে গান শোনাচ্ছিলেন ম্যাডোনা। হঠাৎ এর মাঝেই ঘটলো বিপত্তি। গান গাওয়ার সময় অন্যের বেখেয়ালে চেয়ার থেকে পড়ে গেলেন তিনি। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও।
ওই ভিডিওতে দেখা যায়, গায়িকা যখন একটি চেয়ারে বসে পারফর্ম শুরু করেছিলেন। তখন একজন নৃত্যশিল্পী ম্যাডোনাকে বসিয়ে সেই চেয়ার টেনে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ এসময় দুর্ঘটনাক্রমে নৃত্যশিল্পী পিছলে গিয়ে মঞ্চে পড়ে যান ম্যাডোনা।
তবে ঘটনার সময় একটুও বিচলিত হতে দেখা যায়নি ম্যাডোনাকে। বরং নিজের পারফরম্যান্স ঠিক রেখেছিলেন। পড়ে গেলেও আবার উঠে দাঁড়িয়ে গানের ছন্দে ফেরেন তিনি। এমন বিব্রতকর পরিস্থিতিতেও নিজেকে সামলে তার কণ্ঠের জাদুতে শ্রোতা-দর্শক মাতান রাখেন ম্যাডোনা।
এর আগেও ২০১৫ সালের ব্রিট অ্যাওয়ার্ডের সময় ওয়ারড্রোবের ত্রুটির কারণে তিনি সিঁড়ি থেকে পড়ে যান।
২০২৩-এর গিনেস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ড অনুযায়ী, ম্যাডোনা হলেন সেই শিল্পী— গত ৪০ বছরে যার গানের রেকর্ড এখন পর্যন্ত সর্বাধিক বিক্রি হয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে নিজের সেলিব্রেশন ট্যুর নিয়েই ব্যস্ত রয়েছেন ম্যাডোনা। গেল বছর মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণের পরে ট্যুরটি স্থগিত করেছিলেন গায়িকা।
সূত্র: rtvonline