শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ১০:০৬, ১০ ডিসেম্বর ২০২৩

আমরা বিশ্বসেরা শিক্ষার্থী গড়ে তুলতে চাই: শিক্ষামন্ত্রী

আমরা বিশ্বসেরা শিক্ষার্থী গড়ে তুলতে চাই: শিক্ষামন্ত্রী
সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের বিশ্বসেরা হিসেবে গড়ে তুলতে চাই। তারা যেন বিশ্বের কোনো দেশের শিক্ষার্থীদের চেয়ে একবিন্দু পিছিয়ে না থাকে সেটি নিশ্চিত করতে চাই।

শনিবার চাঁদপুর শহরের বিষ্ণুদী ফাজিল মাদরাসায় ‘শিক্ষার আধুনিকায়নে চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় আজ বাংলাদেশে মাদরাসা শিক্ষা উল্লেখযোগ্য অবস্থানে পৌঁছেছে। শিক্ষকরা মাদরাসার শিক্ষার্থীদের ও নৈতিক শিক্ষার পাশাপাশি প্রযুক্তিভিত্তিক শিক্ষা দিচ্ছেন। এভাবেই মাদরাসার শিক্ষার্থীরা ভবিষ্যৎ বিশ্বের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠছে।

তিনি আরো বলেন, দীর্ঘ ১৫ বছর আমি আমার সাধ্যমতো আপনাদের সেবা করার চেষ্টা করেছি। আগামীতে সুযোগ পেলেও সেবা করে যাবো।

এ সময় উপস্থিত ছিলেন- ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মুহাম্মদ আব্দুর রশীদ, মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক হাবিবুর রহমান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এ এইচ এম আহসান উল্লাহ প্রমুখ।

সূত্র: ডেইলি-বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ