শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ০৬:০৫, ১৩ সেপ্টেম্বর ২০২৩

বৃত্তি নিয়ে জার্মানিতে পড়তে যাওয়ার সুযোগ

বৃত্তি নিয়ে জার্মানিতে পড়তে যাওয়ার সুযোগ

শিক্ষাবৃত্তিটি জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির একটি ফাউন্ডেশন থেকে দেয়া হয়।  ফাউন্ডেশনটি বিদেশি শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি দিয়ে আসছে। বিশ্বের ১০০টির অধিক দেশে এ ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হয়। ফাউন্ডেশনের সদর দফতর জার্মানির বন ও বার্লিনে।

জার্মানির পুরোনো এ ফাউন্ডেশন উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য পোস্ট গ্র্যাজুয়েট/ডক্টরাল স্টাডিজ প্রোগ্রামে শতভাগ বৃত্তি প্রদান করে থাকে। এ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা নিজ নিজ ক্ষেত্রে দক্ষ ও যোগ্য হয়ে উঠবেন। বিদেশি শিক্ষার্থীরা ১৯৭১ সাল থেকে পেয়ে আসছেন ইউরোপের ফ্রেডরিখ ইবার্ট স্টিফটাং বৃত্তি।

 
আবেদন করার যোগ্যতা-
১.আবেদনকারীকে অবশ্যই জার্মান ভাষায় জানতে হবে;
২.সব বিষয়ের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন;
৩.এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকা, সোভিয়েত-পরবর্তী প্রজাতন্ত্রগুলোর এবং দক্ষিণ-পূর্ব ইউরোপের (ইউরোপীয় ইউনিয়নভুক্ত) দেশগুলোর নাগরিক হতে হবে;
৪.অবশ্যই পড়াশোনার উদ্দেশ্যেই যেতে হবে সেখানে।
 
এ বৃত্তির সুযোগ-সুবিধা যেমন আছে-
১.বিদেশি শিক্ষার্থীদের প্রতি মাসে ১ হাজার ২০০ ইউরো দেয়া হবে;
২.কোনো টিউশন ফি দিতে হবে না;
৩.ফাউন্ডেশন থেকে স্বাস্থ্যবিমা মিলবে;
৪.জার্মানিতে বিনা অর্থে অধ্যয়ন ও জার্মান সংস্কৃতি বিকাশে গবেষণা করার সুযোগ মিলবে
৫.বিভিন্ন সভা ও সেমিনারে অংশগ্রহণের সুযোগ পাওয়া যাবে।
 
আবেদন যেভাবে করতে হবে-
*ফ্রেডরিখ স্টিফটাং বৃত্তির আবেদন অনলাইনে করতে হবে;
*আবেদন অবশ্যই জার্মান ভাষায় করতে হবে;
 

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ