দৈনিক গাইবান্ধা
  • রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৮ ১৪৩০

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৫

এ মাসে শুরু হচ্ছে না বশেমুরবিপ্রবির স্নাতক প্রথম বর্ষের পাঠদান

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩  

চলতি মাসে শুরু হচ্ছে না গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সদ্য ভর্তিকৃত ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের পাঠদান কার্যক্রম। 

মঙ্গলবার ডেইলি বাংলাদেশকে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ মাসে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের পাঠদান কার্যক্রম শুরুর কথা রয়েছে। তবে, অ্যাকাডেমিক কিছু কারণে আমরা আপাতত এখন পাঠদান কার্যক্রম শুরু করতে পারছি না। তবে আশা করি সামনের সেপ্টেম্বর মাস থেকে ক্লাস শুরু করতে পারব।

এর আগে গত ১৩ ও ১৪ আগস্ট শেষ হয় গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা