শনিবার   ০৭ ডিসেম্বর ২০২৪ || ২২ অগ্রাহায়ণ ১৪৩১

প্রকাশিত : ১৭:৩০, ৮ ফেব্রুয়ারি ২০২৪

জিআই পণ্য টাঙ্গাইল শাড়ি, গেজেট প্রকাশ

জিআই পণ্য টাঙ্গাইল শাড়ি, গেজেট প্রকাশ
সংগৃহীত

ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়িকে নিবন্ধন দিয়েছে শিল্প মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি) এ স্বীকৃতি দেয়। 

বৃহস্পতিবার মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশ করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার দে‌শের প্রাচীন ঐতিহ্য টাঙ্গাইল তাঁত শাড়ির জিআই (জিওগ্রাফিক্যাল আডেন্টিফিকেশন) স্বত্ব পেতে আবেদন করে জেলা প্রশাসন। শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেড মার্কস অধিদফতরের মহাপরিচালক বরাবর এ আবেদন ক‌রেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম।

সম্প্রতি টাঙ্গাইল শাড়িকে নিজস্ব জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। এরপর ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতের শাড়িকে নিজেদের পণ্য দাবি করা হয়। 

এরপরই বাংলাদেশে শুরু হয় নানা ধরনের সমালোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন। এরই মধ্যে ভারতের এই কর্মকাণ্ডের প্রতিবাদ জানায় টাঙ্গাইলের বাসিন্দারা।

সূত্র: ডেইলি-বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ