আবহাওয়ার পূর্বাভাস
সপ্তাহজুড়ে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে

মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর তুলনামূলকভাবে দুর্বল এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, আগামী বুধবার (১৩ আগস্ট) নাগাদ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ তৈরি হতে পারে। এই পরিস্থিতিতে সারাদেশেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা। পূর্বাভাস অনুযায়ী, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। এর একটি অংশ বিস্তৃত হয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় থাকলেও উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি শক্তিতে রয়েছে। ১৩ আগস্টের মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
১০ আগস্ট সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের অনেক স্থানে, রাজশাহী ও চট্টগ্রামের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
১১ আগস্টের পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার কথা বলা হয়েছে—রংপুর, ময়মনসিংহ ও সিলেটের বহু স্থানে, রাজশাহী ও চট্টগ্রামের কিছু অংশে এবং ঢাকা, খুলনা ও বরিশালের একাধিক জায়গায় দমকা হাওয়াসহ হালকা বা মাঝারি বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও নামতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এ সময়ও দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
১২ আগস্টের পূর্বাভাসেও একই ধারা বজায় থাকবে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক স্থানে, রাজশাহী ও চট্টগ্রামের কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের সীমিত এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেটে কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ দেখা যেতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১৩ আগস্টের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং খুলনা ও বরিশালের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে হতে পারে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ। এ সময় দিনের ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
১৪ আগস্টে সম্ভাব্য পরিস্থিতি—রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বেশিরভাগ এলাকায় দমকা হাওয়াসহ হালকা বা মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি। তাপমাত্রা সামান্য কমবে।
আবহাওয়া অধিদপ্তরের ধারণা, পাঁচ দিনের পূর্বাভাসের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।
সূত্র: দেশ রূপান্তর