শনিবার   ১৯ জুলাই ২০২৫ || ৩ শ্রাবণ ১৪৩২

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১৫:২০, ১৭ জুলাই ২০২৫

বিনা মূল্যে ঢাকা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, প্রতি ব্যাচে ২৫ জন

বিনা মূল্যে ঢাকা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, প্রতি ব্যাচে ২৫ জন
সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের বাস্তবায়ন করা শিল্প প্রতিযোগিতামূলক ও উদ্ভাবন প্রোগ্রামের জন্য দক্ষতা (এসআইসিআইপি) প্রকল্পের আওতায় উদ্যোক্তা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ আয়োজন হতে যাচ্ছে। এ উদ্যোগে সহায়তা করছে ঢাকা ব্যাংক পিএলসি।

কোর্সের দরকারি তথ্য—

১. প্রতি ব্যাচে আসনসংখ্যা ২৫ জন
২. প্রশিক্ষণের স্থান: ঢাকা শহর
৩. প্রতিদিন ৫ ঘণ্টা করে সপ্তাহে ৫ দিন ক্লাস
৪. কোর্সের মেয়াদ এক মাস, মোট ১০০ ঘণ্টা।

কোর্সের বৈশিষ্ট্য—

১. ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হবে
২. উদ্ভাবনী ও সৃজনশীল বা আমদানি বিকল্প ও রপ্তানিযোগ্য ব্যবসায়িক উদ্যোগকে প্রাধান্য দেওয়া হবে
৩. প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণের জন্য কোনো কোর্স ফি দিতে হবে না
৪. ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নসংক্রান্ত Business Plan প্রস্তুতে Mentorship Support প্রদান করা হবে
৫. ব্যবসায় সম্প্রসারণে ব্যাংকঋণ বা বিনিয়োগ পেতে সহায়তা প্রদান করা হবে।
শিক্ষাগত যোগ্যতা—
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি বা সমমান। বয়স হতে হবে ২২ বছর থেকে ৫৫ বছরের মধ্যে।

আবেদনকারীর যোগ্যতা—

১. যাঁরা ব্যবসা করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন বা উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা আছে বা ইতিমধ্যে ব্যবসা শুরু করেছেন কিন্তু সঠিক গাইডলাইনের অভাবে ঋণ বা বিনিয়োগ পেতে ব্যর্থ হচ্ছেন এমন ব্যক্তি।
২. বিশ্ববিদ্যালয় থেকে উদ্যোক্তা বা ব্যবসায়সংক্রান্ত বা অন্যান্য বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থী, যাঁদের উদ্যোক্তা হওয়ার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে।
৩. SEIP Tranche-1 প্রকল্পের প্রত্যয়িত SEIP প্রশিক্ষণার্থীসহ অন্যান্য বাস্তবায়নকারী সংস্থা থেকে ট্রেনিং পাওয়া প্রশিক্ষণার্থী, যাঁরা টেকসই সিএমএসএমই উদ্যোক্তা হতে চান এবং নতুন ব্যবসা শুরু করার জন্য অন্যান্য যোগ্যতাসহ ‘সিড মানি’ সরবরাহ করতে সক্ষম এমন উদ্যোক্তারা।
৪. বাংলাদেশ ব্যাংকের ইতিপূর্বে পরিচালিত SEIP Tranche-111–এর অধীন উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষণার্থী ও এডিবির অর্থায়নে পরিচালিত অন্য কোনো উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি থেকে প্রশিক্ষণ পাওয়া ব্যক্তিরা এই প্রোগ্রামের জন্য বিবেচিত হবেন না।

দরকারি তথ্য—

১. প্রশিক্ষণ চলার সময়ে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও মার্কশিট জমা রাখতে হবে।
২. সাক্ষাৎকারের মাধ্যমে বাছাই করা প্রার্থীদের প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে।

আবেদনের নিয়ম—

প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট: WWW.bb.org.bd->Link-> SME Portal>SICIP (https://www.bd.org.bd/smeportal/edp.php#) ট্যাব হতে Business Feasibility Report Template ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। পূরণ করা  ফরম সংযুক্তিসহ স্ক্যান করে ই–মেইল: bb.sicip@dhakabank.com.bd  ৭ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে পাঠাতে হবে। আবেদন শর্ট লিস্ট করে যোগ্য প্রার্থীদের সঙ্গে যথাসময়ে যোগাযোগ করা হবে।

সূত্র: প্রথম আলো

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ