মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫ || ৩০ আষাঢ় ১৪৩২

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১১:২৪, ১৫ জুলাই ২০২৫

বিটিভিতে সরকারি কার্যকলাপ পরিপন্থি বিষয় উপস্থাপন, দুই কর্মকর্তা বরখাস্ত

বিটিভিতে সরকারি কার্যকলাপ পরিপন্থি বিষয় উপস্থাপন, দুই কর্মকর্তা বরখাস্ত
সংগৃহীত

‘সরকারি কার্যকলাপ পরিপন্থি বিষয় উপস্থাপন করার’ কারণে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) প্রযোজক (গ্রেড-১) মো. নাসির উদ্দিন এবং প্রোগ্রাম ম্যানেজার সাহরিয়ার মোহাম্মদ হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রযোজক নাসির উদ্দিন (গ্রেড-১) ঢাকা কেন্দ্রে ‘জনতার সামনে’ নামে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন। অনুষ্ঠানটি প্রচার উপযোগী মর্মে প্রত্যায়ন  করেছেন, যা গত ২৭ জুলাই রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে। ওই অনুষ্ঠানে সরকারি কার্যকলাপ পরিপন্থি বিষয়ে উপস্থাপন করায় সরকার তথা তথ্য মন্ত্রণালয়ের ভবিমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এ কার্যকলাপ সরকারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০২৮ এর বিধি ৩(ক) অনুযায়ী অদক্ষতা এবং ৩(খ) অনুযায়ী অসদাচরণের শামিল, যা শাস্তিযোগ্য অপরাধ। এ পরিপ্রেক্ষিতে এই বিধিমালার বিধি ১২(১) অনুযায়ী সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। 

আরেক আদেশে কন্ট্রোলার/প্রোগ্রাম ম্যানেজার (চলতি দায়িত্বে) সাহরিয়ার মোহাম্মদ হাসানকেও সাময়িক বরখাস্ত করা হয়। 

তার সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপনে জানানো হয়, অনুষ্ঠানটি প্রচারের আগে প্রিভিউ করেছেন এবং কোনো মতামত ছাড়াই প্রচারের জন্য প্রেরণ করেছেন। সে পরিপেক্ষিত্রে গত ২৭ জুন রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে প্রাচরিত হয়েছে।

এই অভিযোগে সরকারি চাকরি বিধিমালার একই ধারায় সাময়িক বরখাস্ত করা হয় সাহরিয়ার মোহাম্মদ হাসানকে। এ ঘটনায় বার্তা পরিচালক নুরুল আজম এবং অনুষ্ঠান নির্বাহী মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

সূত্র: ঢাকা পোষ্ট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ