বুধবার   ১১ সেপ্টেম্বর ২০২৪ || ২৬ ভাদ্র ১৪৩১

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত : ১০:৫৫, ১২ আগস্ট ২০২৪

সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ, আছে শিক্ষার্থীরাও

সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ, আছে শিক্ষার্থীরাও
সংগৃহীত

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। তাদের সঙ্গে আছে শিক্ষার্থীরাও। অধিকাংশ সড়কে ট্রাফিক পুলিশ সদস্যদের দেখা গেছে। এছাড়া কিছু কিছু পয়েন্টে এখনো শিক্ষার্থীরাই মূল ভূমিকা পালন করছে।

সোমবার রাজধানীর আগারগাঁও, খামারবাড়ি, ফার্মগেট, কাওরানবাজার, শাহবাগসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

গত ৫ আগস্ট সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়ে। সারা দেশে থানা ও ট্রাফিক স্থাপনায় হামলা, পুলিশ সদস্যদের মারধর ও হত্যার ঘটনা ঘটে। এতে ঢাকাসহ সারা দেশের পুলিশ সদস্যরা প্রাণ বাঁচাতে থানাসহ অন্যান্য স্থাপনা ছেড়ে পালিয়ে যান। এক পর্যায়ে ট্রাফিক সিগন্যাল ও সড়কে যান চলাচলে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নেয় ছাত্র-জনতা।

৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের শপথগ্রহণের পর থেকেই ঢাকাসহ সারাদেশের থানা ও পুলিশের অন্যান্য স্থাপনা পুনরায় চালু করতে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দফতর।

সব পুলিশ সদস্যকে ১৫ আগস্টের মধ্যে কাজে যোগ দিতে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ