শনিবার   ০৭ ডিসেম্বর ২০২৪ || ২২ অগ্রাহায়ণ ১৪৩১

প্রকাশিত : ০৯:৩৫, ৫ মার্চ ২০২৪

রোজার আগে বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানি করবে ভারত

রোজার আগে বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানি করবে ভারত
সংগৃহীত

পবিত্র রমজানের আগে বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও ১৪ হাজার ৪০০ টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে।

বাংলাদেশে পেঁয়াজের এই চালান ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেডের মাধ্যমে পাঠানো হবে।

শুক্রবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদফতর। 

গত বছরের ডিসেম্বরে পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়েছিল ভারত সরকার। তার আগে ২৮ অক্টোবর দেশের বাজারে সরবরাহ ও দাম ঠিক রাখতে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত টন প্রতি পেঁয়াজের ন্যূনতম রফতানি মূল্য ৮০০ ডলার বেঁধে দিয়েছিল নয়াদিল্লি।

তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা থাকলেও বন্ধুত্বপূর্ণ দেশে নির্দিষ্ট পরিমাণে রফতানির অনুমতি দেয় ভারত। অন্য দেশের অনুরোধের ভিত্তিতে এই অনুমতি দেয় সরকার।

সূত্র: ডেইলি বাংলাদেশ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ