শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ১৭:২৮, ২ মার্চ ২০২৪

বেইলি রোডে আগুনের ঘটনায় মোদির শোক, প্রধানমন্ত্রীকে চিঠি

বেইলি রোডে আগুনের ঘটনায় মোদির শোক, প্রধানমন্ত্রীকে চিঠি
সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ ঘটনায় শোক জানিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন।

শনিবার (২ মার্চ) এ তথ্য জানিয়েছে ঢাকায় ভারতের হাইকমিশন।

ঢাকায় ভারতের হাইকমিশন জানায়, প্রধানমন্ত্রীকে সম্বোধন করে চিঠিতে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আন্তরিক শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। সেইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী।

চিঠিতে মোদি বলেন, ভারত এই দুঃসময়ে বাংলাদেশের পাশে রয়েছে। সেইসঙ্গে তার বন্ধুত্বপূর্ণ চিন্তাভাবনা ও প্রার্থনা বাংলাদেশের জনগণের সঙ্গে থাকবে।

এদিকে, বেইলি রোডে বৃহস্পতিবার রাতের ট্র্যাজেডিতে প্রাণ হারানো ৪৬ জনের মধ্যে ৪৩ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সূত্র: rtvonline

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ