শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ১৭:৪৪, ৫ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১৭:৪৫, ৫ ফেব্রুয়ারি ২০২৪

সচিবদের আত্মসম্মান বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ: প্রধানমন্ত্রীর

সচিবদের আত্মসম্মান বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশ: প্রধানমন্ত্রীর
সংগৃহীত

আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্মসম্মান বজায় রেখে সরকারের সচিবদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব সভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন।

সভা শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

সভায় সচিবদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব পালনে আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস এবং আত্মসম্মান বজায় রেখে দায়িত্ব পালন করবেন।

সকাল ১০টায় শুরু হয়ে বেলা দেড়টা পর্যন্ত সাড়ে তিন ঘণ্টার বৈঠকে সব সচিব এবং বিভিন্ন দপ্তরে সচিব পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১৫-১৬ জন সচিব আলোচনায় অংশ নেন এবং ১১ জন প্রস্তাব দেন।

সূত্র: বাংলা নিউজ টোয়েন্টিফোর

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ