সারা দেশে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন

বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধে নাশকতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে সারা দেশে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার সকালে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে ঢাকা ও আশপাশের জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
সূত্র: ডেইলি-বাংলাদেশ