পিসিটির দায়িত্ব পাচ্ছে সৌদি প্রতিষ্ঠান
দৈনিক গাইবান্ধা
প্রকাশিত: ২৭ মে ২০২৩

আগামী মাস দেড়েকের মধ্যেই পতেঙ্গা কন্টেনার টার্মিনালে (পিসিটি) বিদেশি অপারেটর নিয়োগ হচ্ছে। সৌদি আরবের রেড সী গেটওয়ে টার্মিনালকে চট্টগ্রাম বন্দরের বহুল প্রত্যাশার এই টার্মিনালের অপারেটর নিয়োগ করা হচ্ছে বলে জানা গেছে।
সরকারের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) অথরিটি ইতোমধ্যে এ বিষয়ে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করেছে। তবে এটি নিয়ে ইতোমধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিদেশি অপারেটর নিয়োগে চট্টগ্রাম বন্দরে প্রতিযোগিতা এবং গতিশীলতা আসবে বলা হলেও চ্যানেলের মুখে গড়ে তোলা একটি টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ ঠিক হচ্ছে না বলে মনে করছে একটি পক্ষ। সূত্র জানিয়েছে, পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পুরোপুরি প্রস্তুত হয়েছে বেশ আগে। একবার টার্মিনালটি উদ্বোধন করার দিনক্ষণ ঠিক করেও পিছিয়ে আসে বন্দর কর্তৃপক্ষ।
পরবর্তীতে অঘোষিতভাবে কয়েকটি ছোটখাটো জাহাজ হ্যান্ডলিং করা হলেও আনুষ্ঠানিকভাবে টার্মিনালটি চালু করা হয়নি। টার্মিনালটি বছরে ৫ লাখ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং করতে পারবে। দেশীয় অপারেটর কিংবা বন্দর কর্তৃপক্ষ নিজেই এই টার্মিনাল অপারেট করার উদ্যোগ নিলেও ইক্যুইপমেন্ট কিনতে দুই হাজার কোটিরও বেশি টাকার প্রয়োজন বিধায় বন্দর কর্তৃপক্ষ নিজেরা অপারেট করার সিদ্ধান্ত থেকে সরে আসে। সরকার পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় এই টার্মিনালটি পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। ইতোমধ্যে নানা প্রক্রিয়া সম্পন্ন করে আগামী মাস দেড়েকের মধ্যে টার্মিনালটি সৌদি আরবের রেড সী গেটওয়ে টার্মিনাল নামের কোম্পানিকে প্রদান করছে বন্দর কর্তৃপক্ষ। সৌদি রাজপরিবারের মালিকানাধীন এই কোম্পানি টার্মিনালটিতে ইক্যুইপমেন্ট স্থাপনসহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে এবং নির্দিষ্ট সময় শেষে সবকিছু বন্দর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করে চলে যাবে।
পতেঙ্গার কর্ণফুলী নদীর পাড়ের ড্রাইডক থেকে বোট ক্লাব পর্যন্ত রাস্তার পাশে ৩২ একর জায়গার উপর নির্মিত টার্মিনালটিতে ১৬ একর ইয়ার্ডসহ বিভিন্ন পশ্চাদসুবিধা এবং ৬০০ মিটার জেটি রয়েছে। এই টার্মিনালে ১৯০ মিটার লম্বা ও ১০ দশমিক ৫ মিটার ড্রাফটের ৩টি কন্টেনারবাহী জাহাজ ভিড়ানো যাবে। এছাড়া ২২০ মিটারের একটি ডলফিন জেটিও রয়েছে। গতবছরের ২১ জুলাই এই টার্মিনাল পরীক্ষামূলকভাবে উদ্বোধন করার কথা ছিল। কিন্তু অজ্ঞাত কারণে তা হয়নি। অবশেষে প্রায় এক বছর পর টার্মিনালটি বিদেশি অপারেটরকে প্রদান করা হচ্ছে।
সূত্র জানিয়েছে, সরকারের পিপিপি অথরিটি এই টার্মিনালের অপারেটর নিয়োগের জন্য বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশনকে (আইএফসি) পরামর্শক নিয়োগ দিয়েছে। ইতোমধ্যে বিভিন্ন শর্ত নিয়ে যাচাই বাছাইসহ নানা প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বিষয়টি পুরোপুরি প্রকাশ করা না হলেও সবকিছু চূড়ান্ত করা হয়েছে। বন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, পিসিটিতে বিদেশি অপারেটর নিয়োগের ব্যাপারে দেশীয় স্বার্থ যাতে সর্বোচ্চ সুরক্ষিত থাকে সেদিকে সরকার সজাগ রয়েছে। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, সৌদি আরবে আমাদের প্রচুর প্রবাসী রয়েছে। এই সংখ্যা সামনের দিনগুলোতে আরো বাড়বে। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে এই টার্মিনালটি সৌদি আরবের রেড সী গেটওয়ে টার্মিনালকে প্রদান করা হয়েছে বলেও তিনি জানান।
পতেঙ্গা কন্টেনার টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল এবং চিটাগাং কন্টেনার টার্মিনালের উপর চাপ বহুলাংশে কমে আসবে এবং কাজে গতিশীলতা তৈরি হবে বলেও বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা মন্তব্য করেছেন।
তবে পাঁচ লাখ কন্টেনার কমে গেলে বন্দরের রাজস্ব আয় কমে যাবে বলে উল্লেখ করে এই টাকার একটি বড় অংশ বৈদেশিক মুদ্রায় সৌদি আরব চলে যাবে বলেও সূত্রটি স্বীকার করেছে। যা বর্তমানে পুরোটাই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পেয়ে থাকে।
বন্দরের প্রবেশমুখের একটি টার্মিনাল বিদেশি অপারেটর নিয়োগ ঠিক হচ্ছে না বলে মন্তব্য করে বিশিষ্টজনেরা বলেছেন, এতে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। বাসদের কেন্দ্রীয় নেতা খালেকুজ্জামান রতন বলেছেন, এটি খুবই খারাপ একটি সিদ্ধান্ত হচ্ছে। ডলার ক্রাইসিসের কথা বলা হলেও ডলার নিয়ে যাওয়ার জন্য দ্বার উন্মুক্ত করে দেয়া হচ্ছে।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরে গত কিছুদিন ধরে সর্বোচ্চ ২০০ মিটার লম্বা এবং ১০ মিটার ড্রাফটের জাহাজ ভিড়ানো শুরু হয়েছে। মোহনা থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল ভিতরে এসে এসব জাহাজ বার্থিং দিতে হয়। গুপ্তাখালের কাছে একটি বাঁক থাকার কারণে এর থেকে বড় জাহাজ বন্দরের জেসিবি, সিসিটি এবং এনসিটিতে ভিড়ানো যায় না। কিন্তু পিসিটিতে সাড়ে ১০ মিটার ড্রাফটের জাহাজ ভিড়ানো যাবে। মোহনা থেকে মাত্র ৬ নটিক্যাল মাইলের ভিতরের এই কন্টেনার টার্মিনালে আসা যাওয়ার পথে কোনও বাঁক না থাকায় অনায়াসে সাড়ে ১০ মিটার ড্রাফট ২০০ মিটারেরও বেশি ল্যান্থের জাহাজ ভিড়ানো সম্ভব হবে।

- ১৮ অক্টোবর ঢাকায় আসবেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো
- সদ্যোজাত কন্যাসন্তানকে ১৫ তলা থেকে ছুড়ে ফেললেন মা!
- নারীর উচ্চশিক্ষা ও ক্যারিয়ার নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ =
- ‘মানকাডিং’ আউটের সুযোগ পেয়েও নেয়নি বাংলাদেশ
- নয়নতারার গুরুত্ব কম, বিতর্কে মুখ খুললেন শাহরুখ
- তাইওয়ান ঘিরে চীনের ‘অস্বাভাবিক’ সামরিক মহড়া
- স্বাধীনতাবিরোধীরা যেন ক্ষমতায় আসতে না পারে : রাষ্ট্রপতি
- গাইবান্ধার সুধি সমাবেশের আলোচনা সভায় হুইপ গিনি
- ডায়াবেটিসের নতুন ওষুধ ওজন কমানোর জন্যও ভালো: গবেষণা
- সেবা সক্ষমতা বেড়েছে ফায়ার সার্ভিসের
- তিন বিশ্ববিদ্যালয়কে ১১০০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি
- খুনি জিয়ার মরণোত্তর বিচার চায় ‘মায়ের কান্না’
- নতুনরূপে আসছে বঙ্গবন্ধু স্টেডিয়াম
- পেনশন প্রাতিষ্ঠানিক রূপ পেতে যাচ্ছে
- মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরু ডিসেম্বরে
- রুপিতে লেনদেনের অনুমতি পেল আরো ২ ব্যাংক
- আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ
- মানবাধিকার রক্ষার নামে যেন রাজনৈতিক চাপ সৃষ্টি না হয়
- রোহিঙ্গাদের প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার
- মাছ চাষে সুদিন ফিরছে চাষিদের!
- মেয়ের বাবা হতে চান মেসি
- টুথব্রাশ বাথরুমে রাখেন? জেনে নিন কী ক্ষতি করছেন
- সস্তানকে বাঁচাতে নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ মা
- নওগাঁয় পা ছাড়াই জন্ম নিল বাছুর
- মুখি কচুর চাষে সফল চাষিরা
- গাইবান্ধা -৫ আসনে মাহবুবুর রহমান নিটল আ. লীগের মনোনয়ন প্রত্যাশী
- ঈমানের দুর্বলতম স্তর কোনটি, মহানবী যা বলেছেন
- যৌথভাবে অস্ত্র উৎপাদন করবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র
- বিয়ের ভাইরাল ছবি নিয়ে মুখ খুললেন সাই পল্লবী
- তামিম-মাহমুদউল্লাহদের দেখার শেষ সুযোগ
- যৌন হয়রানির অভিযোগ সেট ছাড়লেন জায়েদের নায়িকা
- গোবিন্দগঞ্জ পৌরসভার উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত
- চলন্ত লঞ্চে কন্যার জন্ম, আজীবন যাতায়াত ফ্রি
- ওষুধ ভেবে স্বামীর এয়ারপড গিলে ফেললেনে স্ত্রী
- নীলফামারীতে জনপ্রিয় হচ্ছে অসময়ে তরমুজ চাষ
- দুপুরের মধ্যে ১৫ জেলায় তীব্র ঝড়ের আশঙ্কা
- বাঁধনের সাজে নজর কেড়েছে ব্লাউজ আর কানের গয়না
- সাগরের তলদেশে মিলল রহস্যময় স্বর্ণের ডিম!
- শিং নেই তবু সিংহ: বিএনপি নেতাদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী
- অবকাঠামো উন্নয়নে সরকারের অনন্য পদক্ষেপ
- র্যাম্পে হেঁটে বডি শেমিংয়ের শিকার এনা
- গোবিন্দগঞ্জে নৌকায় ভোট চাইলেন আব্দুল লতিফ প্রধান
- গোবিন্দগঞ্জে গ্রামীণ রাস্তা সংস্কার কাজের উদ্বোধন
- ফুলছড়িতে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের জিআর চাল বিতরণ
- বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তার পরিমাণ বাড়ল
- রাস্তার মাঝে দাঁড়িয়ে নাচছেন শাহরুখকন্যা!
- বাংলাদেশ-ফ্রান্স দ্বিপাক্ষিক সম্পর্কে ঐতিহাসিক দিন: প্রধানমন্ত্রী
- সাদুল্লাপুরের ক্রেস্ট সফটওয়্যার কোম্পানির উদ্বোধনে স্মৃতি এমপি
- যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে বিশেষ সম্মাননা পেলেন শেখ হাসিনা
- গোবিন্দগঞ্জে অবসর ও মৃত্যুজনিত কুলি শ্রমিকদের ভাতা প্রদান
