কোরআন প্রতিযোগিতায় তৃতীয় হবিগঞ্জের বশির
আলজেরিয়ার অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে হবিগঞ্জের কৃতী সন্তান বশির আহমদ। সোমবার (৫ ফেব্রুয়ারি) আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়। এর আগে হাফেজ বশির আহমদ ২০২১ সালের পিএইচপি কোরআনের আলোর দেশসেরা হয়েছিল।
বিশ্বের ৯০টি দেশের সেরা হাফেজদের নিয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে লিবিয়ার আহমেদ আলম ও আলজেরিয়ার ইউসুফ আবদুর রহমান।
হাফেজ বশির হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের মাওলানা মো. আব্দুর রশিদ ও বুশরা চৌধুরীর বড় সন্তান। হাফেজ বশিরের নানা হবিগঞ্জের উমেদনগর মাদরাসার মুহাদ্দিস মরহুম মাওলানা আশরাফ আলী বানিয়াচুঙ্গি। এ ছাড়া হবিগঞ্জের সিনিয়র সাংবাদিক টিপু আহমেদ চৌধুরীও সম্পর্কে হাফেজ বশিরের নানা।
বশির আহমদ শায়েখ নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত ৩০৬ উত্তর দনিয়া যাত্রাবাড়ী ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।
এ বিষয়ে হাফেজ বশির আহমদের উস্তাদ শায়েখ নেছার আহমাদ আন নাছিরী জানান, আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বাংলাদেশে আসছে হাফেজ বশির আহমদ। এ উপলক্ষ্যে বিমানবন্দরে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
হাফেজ বশির আহমদের মা বুশরা চৌধুরী আল্লাহর অশেষ মেহেরবানি ও শুকরিয়া আদায় করে বশিরের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, হাফেজ বশির আহমদ আগামী ১৪ ফেব্রুয়ারি ইরানে আরেকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বলেও জানা গেছে।
সূত্র: ঢাকা পোস্ট