বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ || ২৪ আশ্বিন ১৪৩১

প্রকাশিত : ১২:০৫, ৯ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ১২:০৬, ৯ ফেব্রুয়ারি ২০২৪

কোরআন প্রতিযোগিতায় তৃতীয় হবিগঞ্জের বশির

কোরআন প্রতিযোগিতায় তৃতীয় হবিগঞ্জের বশির
সংগৃহীত

আলজেরিয়ার অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে হবিগঞ্জের কৃতী সন্তান বশির আহমদ। সোমবার (৫ ফেব্রুয়ারি) আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়। এর আগে হাফেজ বশির আহমদ ২০২১ সালের পিএইচপি কোরআনের আলোর দেশসেরা হয়েছিল।

বিশ্বের ৯০টি দেশের সেরা হাফেজদের নিয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে যথাক্রমে লিবিয়ার আহমেদ আলম ও আলজেরিয়ার ইউসুফ আবদুর রহমান।

হাফেজ বশির হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামের মাওলানা মো. আব্দুর রশিদ ও বুশরা চৌধুরীর বড় সন্তান। হাফেজ বশিরের নানা হবিগঞ্জের উমেদনগর মাদরাসার মুহাদ্দিস মরহুম মাওলানা আশরাফ আলী বানিয়াচুঙ্গি। এ ছাড়া হবিগঞ্জের সিনিয়র সাংবাদিক টিপু আহমেদ চৌধুরীও সম্পর্কে হাফেজ বশিরের নানা।

বশির আহমদ শায়েখ নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত ৩০৬ উত্তর দনিয়া যাত্রাবাড়ী ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।

এ বিষয়ে হাফেজ বশির আহমদের উস্তাদ শায়েখ নেছার আহমাদ আন নাছিরী জানান, আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বাংলাদেশে আসছে হাফেজ বশির আহমদ। এ উপলক্ষ্যে বিমানবন্দরে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

হাফেজ বশির আহমদের মা বুশরা চৌধুরী আল্লাহর অশেষ মেহেরবানি ও শুকরিয়া আদায় করে বশিরের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, হাফেজ বশির আহমদ আগামী ১৪ ফেব্রুয়ারি ইরানে আরেকটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে বলেও জানা গেছে।

সূত্র: ঢাকা পোস্ট

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ