শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১

প্রকাশিত : ১৬:৫৩, ১৪ নভেম্বর ২০২৩

আপডেট: ১৮:২২, ১৪ নভেম্বর ২০২৩

শীতকালীন সবজি চাষে ব্যস্ত বরিশালের চাষিরা!

শীতকালীন সবজি চাষে ব্যস্ত বরিশালের চাষিরা!
সংগৃহীত

বরিশাল জেলার সদর উপজেলা চরমোনাই ইউনিয়নের প্রান্তিক চাষিদের শীতের আগাম সবজি চাষের জন্য বীজতলায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। বৃষ্টি কম হওয়ায় আগাম সবজি চাষ শুরু করতে পারছেন। সবজির কোনো রোগ বালাই ও আবহাওয়া অনুকূলে থাকলে এবছর বাম্পার ফলনের আশা করছেন চাষিরা।

কৃষক মোঃ তাজুল ইসলাম বলেন, পদ্মা সেতু চালু হওয়ায় চলতি বছর শীতকালীন সবজির ব্যবসায় অনুকূল পরিবেশ সৃষ্টি হবে। জেলার আগাম সবজির চাহিদা মিটিয়ে মাত্র ৩-৪ ঘন্টার মধ্যে সবজি রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় পৌছতে পারবে।

জেলার বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়নের চাষি মোস্তফা বলেন, বৃষ্টি কম হওয়ায় এবছর সময় মতো শীতকালীন আগাম সবজির চাষ শুরু করতে পেরেছি। এখন সকাল বিকাল আমরা গাছের পরিচর্যায় ব্যস্ত আছি। এবছর লাউ, বেগুন, শিম ও টমেটোর চাষ করছি।
চাষিরা আরো বলেন, শীত পড়ার আগেই বরবটি ও করলা লাগিয়েছি। এখনই বাজারে বিক্রি করতে পারছি। বাজারে সবজির দামও ভালো।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, এজেলার প্রান্তিক কৃষকরা এবছর ব্যাপক পরিমানে লাউ, বরবটি, মূলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লালশাক, পালং শাক, বেগুন, করলা, শিমসহ নানা শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। খুচরা ও পাইকারি বাজারে সবজির দামও বেশ ভালো। তাই শীতকালীন এসব সবজি চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র উপ-পরিচালক মো. হারুন-অর-রশিদ বলেন, এখানকার কৃষকরা শীতের আগাম সবজি শিম, লাউ, পুঁইশাক, বেগুন, করলা, পালংশাক চাষ করে লাভবান হচ্ছেন। শীতকালীন আগাম জাতের এসব সবজি চাষ করতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের সার্বিক সহযোগিতা করছেন।

সূত্র: BD Barishal

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ