বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪ || ২৪ আশ্বিন ১৪৩১

প্রকাশিত : ১২:২৩, ১২ সেপ্টেম্বর ২০২৩

বিরিয়ানির সালাদ নিয়ে মারামারি, নিহত ১

বিরিয়ানির সালাদ নিয়ে মারামারি, নিহত ১

বন্ধুদের সঙ্গে নিয়ে বিরিয়ানি খেতে গিয়েছিলেন লিয়াকত নামের এক ব্যক্তি। খাওয়ার সময় রেস্টুরেন্টের কর্মীর কাছে অতিরিক্ত রায়তা (বিশেষ সালাদ) চেয়েছিলেন তিনি। কিন্তু কর্মী দিতে না চাইলে এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রেস্টুরেন্টের কর্মীরা মিলে তাঁকে পিটিয়ে মেরে ফেলেন।

ভারতের হায়দ্রাবাদে রোববার (১০ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটেছে। পুলিশের বরাতে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, মেরিডিয়ান বিরিয়ানি নামের রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। ৩০ বছর বয়সী লিয়াকত খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।

পুলিশ বলছে, লিয়াকত যখন তাঁর বন্ধুদের নিয়ে বিরিয়ানি খেতে যান, তখন তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। অতিরিক্ত সালাদ চাওয়ার পর স্টাফ না দিতে চাইলে তিনি বাজে আচরণ করেন।

এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, রেস্টুরেন্টের ভেতর মারামারি করছে দুই পক্ষ। এর পর পুলিশের কাছে যান লিয়াকত। সেখানে অভিযোগ করার সময়ই তিনি মারা যান।   

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ