মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪ || ৪ চৈত্র ১৪৩০

প্রকাশিত: ১১:৩০, ৯ নভেম্বর ২০২২

দুই মাছেই কপাল ফিরলো গণি মাঝির

দুই মাছেই কপাল ফিরলো গণি মাঝির

প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে গণি নামে এক মাঝির জালে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের দুটি পোপা মাছ। মঙ্গলবার (০৮ নভেম্বর) ভোরে মাছ দুটি ধরা পড়ে। পরে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলারে করে মাছ দুটি টেকনাফে আনা হয়। মাছ দুটির দাম হাঁকা হচ্ছে সাড়ে ৬০ লাখ টাকা।

স্থানীয়দের কাছে মাছটি ‘কালা পোপা’ নামে পরিচিত। এ মাছের মূল আকর্ষণ হলো পেটের ভেতর থাকা পটকা বা বায়ুথলি (এয়ার ব্লাডার)। এই বায়ুথলি দিয়ে বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরি করা হয়। এজন্যই পোপা মাছের আকাশচুম্বী দাম।

গণি মাঝি বলেন, মাছ শিকার করতে বোট নিয়ে বঙ্গোপসাগরে যাই। আজ ভোরে জালে দুটি বড় কালা পোপা মাছ ধরা পড়ে। মাছ দুটি বোটে তুলে কোথাও না গিয়ে তীরে ফিরে আসি। মাছ দুটির প্রাথমিক দাম ৬০ লাখ টাকা ধরা হয়েছে। দেখি শেষ পর্যন্ত কে নেন?

সেন্ট মার্টিনের বাসিন্দা জসিম উদ্দিন শুভ বলেন, দুটি পোপা মাছ ধরার খবর পেয়ে দেখতে এসেছি। আসলে এ রকম মাছ দেখতে খুব ভালো লাগে। গণি মাঝি আগেও এ রকম বড় মাছ পেয়েছিল। আশা করি মাছ দুটি তার কপাল খুলে দেবে।

দৈনিক গাইবান্ধা

সর্বশেষ

জনপ্রিয়