দৈনিক গাইবান্ধা
  • বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৯ ১৪৩০

  • || ১৮ রবিউল আউয়াল ১৪৪৫

১টি ডিমের দাম ৪৭ হাজার টাকা!

দৈনিক গাইবান্ধা

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২  

শুনতে অবাক লাগলেও সত্য যে মাত্র ১টি ডিম বিক্রি হলো ৪৭ হাজার টাকায়। আমরা বাজার থেকে ১টি ডিম কিনে থাকি ৯-১০ টাকায়। কিন্তু সম্প্রতি ব্রিটেনের একটি পরিবারের পালিত মুরগির ডিম বিক্রি হয়েছে ৪৭ হাজার টাকায়। মুরগিটিকে কয়েক বছর আগে বাড়িতে নিয়ে এসে লালন পালন শুরু করছিলেন।

জানা গিয়েছে, ব্রিটেনের একটি পরিবার মুরগিটিকে বেশ কয়েক বছর আগে বাড়িতে নিয়ে এসেছিল। মুরগিটি তাদের খামারে বেড়ে উঠে। মুরগিটি এখন ডিম পাড়া শুরু করলে দেখা যায় একটি ডিম আকৃতিগত ভাবে অন্য ডিম থেকে সম্পূর্ণ আলাদা।

পরিবারের এক সদস্য জানায়, মুরগির ওই ডিমের আকৃতি পুরো গোল। যা সম্পূর্ণ ব্যতিক্রম একটি ঘটনা। এমন কোনো ঘটনা আগে ঘটেছিল কি না তা জানতে তিনি গুগলে সার্চ করেন । তিনি দেখেন, এক কোটিতে এ রকম ঘটনা একটিই হয়। বিষয়টি জানার পরই মুলাশি ডিমটি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেওয়ার পর একজন ক্রেতাও পেয়ে যান তিনি। ৫০০ পাউন্ড বা ৪৭ হাজার টাকায় বিক্রি হয় সেই ডিম।

দৈনিক গাইবান্ধা
দৈনিক গাইবান্ধা