নীলফামারীতে পেরিলা ও চিয়া চাষে সফল শাহজাহান মিয়া!

কিশোরগঞ্জ উপজেলার মাস্টারপাড়া এলাকার কৃষক শাহজাহান মিয়া মেক্সিকোর পেরিয়া ও চিয়া চাষ করে সফলতা পেয়েছেন। শাহজাজান মিয়া একের পর এক অপ্রচলিত ফসল উৎপাদন করে সফলতা পাচ্ছেন। তার সফলতা দেখে এলাকার অনেক চাষিরা ব্যতিক্রমি চাষে আগ্রহী হচ্ছেন।
জানা যায়, শাহজাহান মিয়া অপ্রচলিত ফসল চাষে আগ্রহী। তিনি উপজেলায় সমতল জমিতে চা, কফি ও আগর চাষে সফলতা পেয়েছেন। বর্তমানে মেক্সিকোর চিয়া ও পেরিলা চাষে ওসফলতা পেয়েছেন। তাছাড়া বর্তমানে বাগানে কমলা, বিষমুক্ত বেগুনসহ অন্যান্য ফসল চাষ করছেন।
চাষি শাহজাহান বলেন, মেক্সিকোর বাউচিয়ার বীজ দিনাজপুরের এক জনের কাছ থেকে সংগ্রহ করে জমিতে লাগায়। এতে আমার খরচ হয়েছে ৩ হাজার টাকা। ২০ শতক জমিতে ফলন হয়েছে প্রায় ৪৫ কেজি চিয়া। প্রতি কেজি ৮০০ টাকা হিসাবে ৩৬ হাজার টাকার মতো বিক্রি করি।
কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, চাষি শাহজাহান আন্তরিকতার কোনো অভাব নেই। নিত্য নতুন আবাদে আগ্রহী তিনি। সার্বক্ষণিক কৃষি বিভাগের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। তিনি পর পর দুই বছর নীলফামারী জেলার শ্রেষ্ঠ চাষি নির্বাচিত হয়েছেন।
নীলফামারী কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আবু বকর ছিদ্দিক বলেন, কৃষক শাহজাহান মিয়ার প্রতিটি কার্যক্রম আমি নিজে পরিদর্শন করেছি। তিনি জেলার একজন অগ্রগামী কৃষক। তার নাম জাতীয় পর্যায়ে পাঠানোর চিন্তাভাবনা করছি আমরা।
দৈনিক গাইবান্ধা