বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪ || ৩ আশ্বিন ১৪৩১

প্রকাশিত : ১৪:০২, ১৪ নভেম্বর ২০২৩

ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ আজ

ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ আজ
সংগৃহীত

অনূর্ধ্ব-১৭ যুব বিশ্বকাপ ফুটবলে আজ আবার মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। উভয় দলের আজ দ্বিতীয় ম্যাচ। ব্রাজিলের প্রতিপক্ষ নিউ কালেডোনিয়া। আর আর্জেন্টিনা খেলবে জাপানের বিপক্ষে। ব্রাজিলের ম্যাচ শুরু হবে বিকাল তিনটায়। আর্জেন্টিনা মাঠে নামবে সন্ধ্যা ছয়টায়।

ভিন্ন দুই গ্রুপে খেলছে ব্রাজিল ও আর্জেন্টিনা। 'সি' গ্রুপে রয়েছে ব্রাজিল আর 'ডি' গ্রুপে আর্জেন্টিনা। পয়েন্ট টেবিলে দল দুটোর অবস্থা বেশ নাজুক। হার দিয়েই শুরু হয়েছে তাদের বিশ্বকাপ যাত্রা। উভয় দলই প্রথম ম্যাচে হেরেছে। ব্রাজিল হেরেছিল ইরানের কাছে। আর্জেন্টিনাকে হারিয়েছে সেনেগাল।

দুর্ভাগ্য ব্রাজিলের, এশিয়ার দলটির বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে ছিল। তারপরও দলটি জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ইরানের কাছে ২-৩ গোলে হেরে যায় তারা। অন্যদিকে সেনেগালের কাছে পাত্তাই পায়নি লিওনেল মেসির উত্তরসূরীরা। সেনেগাল তাদের উড়িয়েই দিয়েছে।

ব্রাজিল ও আর্জেন্টিনার আজ ঘুরে দাঁড়ানোর দিন। আজ পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হলে উভয় দলের জন্য পরবর্তী রাউন্ডে খেলা কঠিন হয়ে দাঁড়াবে। ফলে প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে হবে নেইমার-মেসির উত্তরসূরীদের। উভয় দলই বর্তমানে নিজ নিজে গ্রুপ তৃতীয় স্থানে রয়েছে। ব্রাজিল অবশ্য আজ জয় নিয়ে মাঠ ছাড়তে পারে, কেননা প্রতিপক্ষ নিউ ক্যালেডোনা গ্রুপের সবচেয়ে দুর্বল দল। অন্যদিকে আর্জেন্টিনার জন্য আজকের ম্যাচটিও কঠিন হতে পারে। কেননা জাপান আগের ম্যাচে যথেষ্ঠ শক্তিমত্তার পরিচয় দিয়েছে। পোল্যান্ডকে হারিয়ে তারা পূর্ণ ৩ পয়েন্ট পেয়েছে।

আজ আরো দুটো ম্যাচ রয়েছে। এক ম্যাচে সেনেগাল পোল্যান্ডের মুখোুমখি হবে। অন্য ম্যাচে ইরানের প্রতিপক্ষ ইংল্যান্ড। প্রথম ম্যাচটি বিকাল তিনটায়। অন্য ম্যাচ শুরু হবে সন্ধ্যা ছয়টায়।

সূত্র: জাগো নিউজ

সর্বশেষ

জনপ্রিয়

সর্বশেষ